ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে ৫ হাজার মানুষ পেল ঈদ উপহার  

নারায়ণগঞ্জ সংবাদদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১ এপ্রিল ২০২৪  
সোনারগাঁয়ে ৫ হাজার মানুষ পেল ঈদ উপহার  

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রায় ৫ হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, আলু, তেল ও ডাল। 

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় গরিব, দুংখী, মেহনতী মানুষের কথা ভাবে। ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করে যাচ্ছি।’ 

অনিক/বকুল  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়