ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

কুড়িগ্রামে ১০ টাকায় দুস্থদের জন্য শাড়ি-লুঙ্গি 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ১ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৪৫, ১ এপ্রিল ২০২৪
কুড়িগ্রামে ১০ টাকায় দুস্থদের জন্য শাড়ি-লুঙ্গি 

১০ টাকার বিনিময়ে শাড়ি-লুঙ্গি পাচ্ছেন দুস্থ মানুষেরা

কুড়িগ্রামে মাত্র ১০ টাকায় মিলছে নারীদের শাড়ি আর পুরুষদের লুঙ্গি। দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১০ টাকার শাড়ি-লুঙ্গির ব্যবস্থা করেছে জনকল্যাণমুলক সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। মাসব্যাপি এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষের হাতে ১০ টাকায় একটি শাড়ি, ১০ টাকায় একটি লুঙ্গি ও ২ টাকার একটি ব্লাউজের পিস তুলে দেন সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

সোমবার (১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় বিজয়স্তম্ভ চত্বরে এ সব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আলী আর রেজা, সিনিয়র সাংবাদিক শফি খান, প্যানেল মেয়র তোতা মিয়া, হুমায়ুন কবির সূর্য প্রমুখ। 

১০ টাকায় শাড়ি পেয়ে মোছা. আকলিমা বেগম বলেন, ‘বাজারে একটি শাড়ির দাম ৬০০-৮০০ টাকা। সেই দামের শাড়ি ১০ টাকায় কিনতে পারলাম, খুবই ভালো লাগল। ঈদটা ভালো কাটবে।’ 

আরো পড়ুন:

কুড়িগ্রাম জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক আলী আর রেজা বলেন, ‘এটি ভালো উদ্যোগ। ফুল সংগঠন দীর্ঘ দিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও অসহায় পিতা-মাতাদের সহযোগিতা দিয়ে আসছে। ভবিষ্যতে তাদের কাজের পরিধি আরও বাড়বে, সেই কামনা করছি।’

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সামাজিক সংগঠন ফুল মানুষ মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা বিভিন্ন উপজেলায় রমজান মাস উপলক্ষে নামমাত্র মূল্যে ইফতার সামগ্রী বিতরণ ও ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও মাংস বিতরণ করা হচ্ছে। আমরা ত্রাণে নয়, বিনিময়ে উপহার দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন চাই।’

পর্যায়ক্রমে জেলার ফুলবাড়ী, সদর ও নাগেম্বরী উপজেলায় ১০ টাকার বিনিময়ে ৩ হাজার অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে বলে জানান তিনি। 
 

বাদশাহ/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়