ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ঈদের দিন পোশাক কারখানায় আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১১ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২৬, ১১ এপ্রিল ২০২৪
ঈদের দিন পোশাক কারখানায় আগুন, ৭০ লাখ টাকার ক্ষতি

সাভারে ‘ওয়েক্স ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে পুড়ে গেছে কারখানার যন্ত্রপাতি।

ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ট্যানারি ফায়ার সার্ভিস থেকে আরও ২টি ইউনিট যোগ দেয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ট্রান্সমিটার বিস্ফোরণের কারণে ওই কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা। তকে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানা যাবে।

সাব্বির/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়