ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালিয়া উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ এপ্রিল ২০২৪  
কালিয়া উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিমউদ্দিন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা নির্বাচন অফিসের হলরুমে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিমউদ্দিন।

পরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় প্রার্থীরা নানা অভিযোগ তুলে ধরেন। 

আরো পড়ুন:

নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস-চেয়ারম্যান পদে পাঁচ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুর হাসান কায়েস (ঘোড়া), সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামিমুর রহমান ওছি খান (চিংড়িমাছ), পুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম হারুনার রশীদ (আনারস), বর্তমান চেয়ারম্যান কৃঞ্চপদ ঘোষ (মোটরসাইকেল) ও এস এম নাজমুল হক প্রিন্স (দোয়াত কলম)।

আগামী ৮ মে উপজেলার ৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে ভোটার সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭৮ জন ও মহিলা ভোটার ৯৭ হাজার ৩১ জন। 

শরিফুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়