ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

বাগেরহাটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১৭:২২, ২৪ এপ্রিল ২০২৪
বাগেরহাটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা বাগেরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। বুধবার (২৪ এপ্রিল) বাগেরহাটের মোংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, আজ বেলা ৩টায় বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, সহসাই এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পাওয়ার সম্ভাবনা নেই। আরও কয়েকদিন তাপমাত্রা এমন থাকতে পারে। কবে নাগাদ বৃষ্টি হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।

শাহীন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়