ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৪ এপ্রিল ২০২৪  
রাজবাড়ীতে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ফাইল ফটো

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে নূর ইসলাম (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বাড়ির আঙিনায় লুটিয়ে পড়েন নূর ইসলাম। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তাবাসসুম বলেন, দীর্ঘ সময় রোদের মধ্যে কাজ করায় পানিশূন্যতা সৃষ্টি হয়ে স্ট্রোক করেন নূর ইসলাম। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়