ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

চট্টগ্রামে প্রবল বর্ষণে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৭ মে ২০২৪  
চট্টগ্রামে প্রবল বর্ষণে জলাবদ্ধতা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ মে) ভোর ৬টা থেকে বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যে নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।

সরেজমিনে নগরীর চান্দগাঁও, বহদ্দার হাট, মুরাদপুর, দুই নম্বর গেট, নাসিরাবাদ, জিইসি, আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চাক্তাইসহ বিভিন্ন এলাকা ঘুরে কোথাও হাঁটু পানি সমান আবার কোথাও কোমর সমান পানি দেখা গেছে। ফলে বন্ধ রয়েছে যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরীর লাখ লাখ মানুষ।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ২০৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন:

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়