রেমালের আঘাত: সাতক্ষীরার মাছের ঘের প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নদীতে ভাটা প্রবাহের সময় ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে সাতক্ষীরার উপকুলীয় জনপদ। তবে মাছের ঘের তালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে একাধিক পয়েন্টে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ভেঙে পড়া গাছ সরিয়ে ফেলায় সোমবার (২৭ মে) ভোর রাতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়। ঘূর্ণিঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকুলীয় এলাকাসহ জেলাশহর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রোববার (২৭ মে) রাত ৯টার দিকে ঘূর্ণিঝড় রেমাল উপকুলীয় অঞ্চলের মূল ভুখণ্ডে আঘাত হানে। এ সময় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ভাটা ছিল। যার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে উপকুলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানি বেঁড়িবাধ উপচে ঢুকে বেশি কিছু মৎস্য ঘের প্লাবিত হয়েছে। কিছু কাঁচাঘর ধসে গেছে|
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দীন জানান, বেঁড়িবাধের দূর্বল পয়েন্টে দিন-রাত মেরামত কাজ করা হয়েছে। যার কারণে এখনও পর্যন্ত বেড়িবাঁধে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
শাহীন/বকুল
- ৭ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য দেড় লাখ ইউরো দিচ্ছে আইরিশ এইড
- ৮ মাস আগে রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ
- ৮ মাস আগে ঘূর্ণিঝড়ে বাগেরহাট উপকূলে ৬৪৪ কোটি টাকার ক্ষতি
- ৮ মাস আগে বাড়ি ফিরেছেন ঘূর্ণিঝড় রেমালে নিখোঁজ ৩ জেলে
- ৮ মাস আগে রেমাল তাণ্ডব: সুন্দরবনে সুপেয় পানির তীব্র সংকট, ঝুঁকিতে বন্যপ্রাণী
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১৩১
- ৮ মাস আগে ঘূর্ণিঝড়ের আগে সুন্দরবনে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেননি
- ৮ মাস আগে বিধ্বস্ত উপকূলে খাবার পানির তীব্র সংকট
- ৮ মাস আগে সুন্দরবনে ১১১ হরিণসহ মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯
- ৮ মাস আগে ‘রেমাল’ কী মনে করিয়ে দিলো?
- ৮ মাস আগে সাতক্ষীরার উপকূলে ২৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত
- ৮ মাস আগে গোপালগঞ্জে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সেতু ভেঙে দুর্ভোগ
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় রেমাল: বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন ৩ কোটি ৭ লাখ গ্রাহক
- ৮ মাস আগে ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- ৮ মাস আগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ১৭১১০৯ হেক্টর জমির ফসল