ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৮ মে ২০২৪  
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি মৃত চিত্রা হরিণ ভেসে এসেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ব্লক পয়েন্ট এলাকায় প্রাণীটিতে দেখতে পান স্থানীয়রা। পরে অ্যানিমেল লাভার্সের সদস্যরা এসে বনবিভাগের সহায়তায় মাটি চাপা দেন হরিণটিকে। 

অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য কে এম বাচ্চু  বলেন, আমরা সন্ধ্যার দিকে খবর পাই সৈকতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটিকে উদ্ধার করি। এটি একটি চিত্রা হরিণ। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় রেমালে সুন্দরবন প্লাবিত হওয়ার কারণে প্রাণীটি মারা গেছে। এই হরিণের মরদেহ পানির সঙ্গে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা থাকলেও বন্যপ্রাণীদের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। এখন পর্যন্ত  বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, সুন্দরবন থেকে মৃত ৩৯টি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়