ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ১২ জুন ২০২৪   আপডেট: ১৩:২৯, ১২ জুন ২০২৪
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ স্বামীর

আলী আক্কাস রনি। ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে সিনথিয়া ইসলাম খুসবু (২৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলী আক্কাস রনির (২৫) বিরুদ্ধে।

বুধবার (১২ জুন) সকালে পৌরসভার পূর্ব চরগনেশ শেখপাড়া এলাকার আলমগীর হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। আক্কাস আলী রনি ও সিনথিয়া ইসলাম খুশবুর বাড়ি ভোলায়।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সিনথিয়া ইসলাম খুসবুকে বিয়ে করেন রনি। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। মঙ্গলবার রাতে বাসায় বাজার আনা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে বুধবার ভোরে খুসবুকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রনি। পরে থানায় এসে নিজেই হত্যাকাণ্ডের বর্ণনা করেন।

সোনাগাজী থানার ওসি সুদ্বীপ রায় বলেন, রনির দেওয়া তথ্যানুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আসামি পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাহাব/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়