ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ২০ জুন ২০২৪   আপডেট: ১২:৫৭, ২০ জুন ২০২৪
মেঘনায় গোসলে নেমে স্ত্রীর সামনে তলিয়ে গেলেন স্বামী

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে নেমেছিলেন এক দম্পতি। তীব্র স্রোতে স্ত্রীর চোখের সামনে পানিতে তলিয়ে গেছেন স্বামী। সাঁতার জানা সত্ত্বেও তার তলিয়ে যাওয়ার বিষয়টি রহস্যজনক বলছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জহিরুল ইসলামের (৩০) বাড়ি বরিশাল জেলায়।

তিনি স্ত্রী মনিরা বেগম ও দুই সন্তান নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মেঘনার তীরে ভাড়া বাসায় থাকতেন। জহির কখনো অটোরিকশা চালাতেন আবার কখনো লঞ্চঘাটে বাদাম বিক্রি করতেন।

চাঁদপুর নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই দম্পতি একসঙ্গে নদীতে গোসলে নেমেছিলেন। জহির পানিতে ডুব দিয়ে আর উঠেনি। জহিরকে না পেয়ে তার স্ত্রী ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল জহিরের খোঁজ করছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি।

অমরেশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়