ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, ২ হেলপার নিহত

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ৬ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১৮, ৬ জুলাই ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, ২ হেলপার নিহত

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলবাহী একটি ট্রাকে পেছন থেকে অন্য ট্রাক ধাক্কা দিলে দেওয়ায় উভয় ট্রাকের ‍দুই হেলপার নিহত হয়েছেন। 

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিসের পূর্বপাশে কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে মো. লিটন হোসেন (৩৫) ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে আনিছুর (৩৫)। 

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-১২৩০) ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক (কুষ্টিয়া ট ১১ _১৫ ৩২) ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে সজোরে পেছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যায়। এসময় দাঁড়িয়ে ঢাকা ট্রাকের হেলপার মো. লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করলে সেখানে তার মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ বলেন, ওভারটেক করার সময় পেছন থেকে এক ট্রাকে অন্য ট্রাক ধাক্কা দিলে উভয় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ট্রাকের চালক পালিয়েছেন। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

রবিউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়