ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর পদত্যাগ

খুলনায় শুকরিয়া নামাজ আদায়, রাজপথে লাখো জনতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৩২, ৫ আগস্ট ২০২৪
খুলনায় শুকরিয়া নামাজ আদায়, রাজপথে লাখো জনতা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে খুলনার শিববাড়ি মোড়ে নামাজ পড়েন সাধারণ মানুষজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে সোমবার (৫ আগস্ট) বিকেলে বৃষ্টির মধ্যেই খুলনার শিববাড়ি মোড়ে দুই রাকাত শুকরিয়া নামাজ পড়েছেন নগরবাসী। একই সঙ্গে রাজপথে অবস্থান নিয়ে বিজয় উল্লাস করেছেন লাখো জনতা।

এর আগে, আজ সকাল থেকেই শিববাড়ি মরে ছাত্র-জনতার ঢল নামে। দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বিকেল ৩টার দিকে শিববাড়ি মোড়ে লাখো মানুষ উপস্থিত হন। প্রধানমন্ত্রী দেশে ছেড়ে চলে গেছেন এমন খবরে তারা আনন্দ উৎসব শুরু করেন। অসংখ্য মা-বাবা তাদের ছোট সন্তানদের নিয়েও হাজির হন বিজয় উৎসবে যোগ দিতে।  

এদিকে, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুজ্জামান মনির নেতৃত্বে একটি মিছিল শিববাড়ি মোড় চক্কর দেয়। বিকেল পৌনে ৫টা পর্যন্ত আনন্দ উৎসব অব্যাহত ছিল।

নূরুজ্জামান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়