ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১০ আগস্ট ২০২৪  
মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছে পুলিশ

মাদারীপুরের সব থানায় ডিউটিতে ফিরেছেন পুলিশ সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেল থেকে দায়িত্ব পালন করতে শুরু করেছেন তারা।

পুলিশের একাধিক সূত্র জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকশ আহত হন। পরে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনীর সদস্যরা।

এ সময় তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের কাছে বেশকিছু দাবি তুলে ধরেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দিবেন না বলেও ঘোষণা দেন। এতে দেশের বিভিন্নস্থানে চুরি, ডাকাতির শঙ্কা দেখা দেয়। এছাড়া, সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে এসে ফিরে যায়।

বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের। বৃহস্পতিবার নতুন পুলিশ প্রধান ময়নুল ইসলাম বাহিনীর সব সদস্যদের কর্মস্থলে যোগ দিতে অনুরোধ করেন। সেই সঙ্গে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

এমন পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানা, কালকিনি থানা, শিবচর থানা, রাজৈর থানা ও ডাসার থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা যোগ দেন। শুরু হয় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ নেওয়া। এছাড়া সড়ক, মহাসড়ক ও পাড়া-মহল্লায় বাড়ানো হয় পুলিশি টহল। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মশিউর রহমান বলেন, শুক্রবার বিকেলে জেলার ৫টি থানায় কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ দিয়েছেন। এছাড়া পুলিশি টহলও শুরু হয়েছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।

বেলাল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়