ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিনির দাম কেজিতে কমল ৮ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৩৬, ১৭ আগস্ট ২০২৪
চিনির দাম কেজিতে কমল ৮ টাকা

চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারিতে চিনির দাম কেজিতে ৮ টাকা কমেছে। শনিবার (১৭ আগস্ট) চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ আগস্টের আগে থেকে প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি পাইকারি ১২৬-১৩০ টাকায় বিক্রি হলেও আজ থেকে বিক্রি হচ্ছে ১১৮-১২০ টাকায়। আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কামায় দাম কমেছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী প্রতিনিধি।

এদিকে খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারিতে কেজিতে ৮ টাকা কমলেও খুচরা বাজারে দাম কমেছে ২-৩ টাকা মাত্র।

নগরীর কর্ণফুলী মার্কেটের মুদি দোকানি মাহবুব আলম বলেন, পাইকারিতে দাম কিছুটা কমলেও সেই চিনি এখনো খোলা বাজারে আসেনি। আর প্যাকেটজাত চিনি আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়