ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২১ আগস্ট ২০২৪  
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল প্রবাসীর

শাহাদাত হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মাথার ওপর গাছ পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন। শাহাদাত হোসেন পূর্ব পাড়ার কানু মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন। 

প্রতিবেশী জসিম উদ্দিন বলেন, ‘শাহাদাত হোসেন কিছুদিন আগে দুবাই থেকে ছুটিতে দেশে আসেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এলাকা প্লাবিত হয়েছে। এলাকাবাসী বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ ধরছেন। বুধবার সকালেও বাড়ির পাশের একটি কালভার্টের সামনে জাল দিয়ে মাছ ধরতে যান তিনি। সোয়া ৯টার দিকে হঠাৎ পাশের একটি গাছের ডাল ভেঙে শাহাদাতের মাথার ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রুবেল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়