ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কুমিল্লায় যে অনুপাতে বৃষ্টিপাত হয়েছে তাতে এমন বন্যা হওয়ার কথা না’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৪, ২২ আগস্ট ২০২৪
‘কুমিল্লায় যে অনুপাতে বৃষ্টিপাত হয়েছে তাতে এমন বন্যা হওয়ার কথা না’

আবহাওয়া অধিদপ্তর কুমিল্লার টেলিপ্রিন্টার অপারেটর ছৈয়দ আরিফুর রহমান বলেছেন, ‘কুমিল্লায় গত তিন দিনে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে অনুপাতে বৃষ্টিপাত হয়েছে তাতে এমন বন্যা হওয়ার কথা নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ লাগোয়া ভারতের ত্রিপুরাসহ আরও বেশ কয়েকটি রাজ্যে বন্যা হচ্ছে। ত্রিপুরার ডাম্বুর লেক এলাকায় গোমতীর উৎসমুখের গেট খুলে যাওয়ার খবর পেয়েছি। ভারত থেকে নেমে আসা উজানি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।’

বৃহস্পতিবার (২২ আগস্ট) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বন্যায় কুমিল্লার তিন উপজেলার অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ১২ লাখের বেশি মানুষ।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, ‘নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। আশাব্যঞ্জক কোনও খবর নেই। গোমতীর বেশ কয়েকটি বাঁধে ফাটল ধরেছিল। গতকাল রাত থেকে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছি। পানি বাড়লে আর কিছুই করার থাকবে না।’

রুবেল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়