ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

লক্ষ্মীপুরে বন্যা: সাপের কামড়ের চিকিৎসা নিয়েছেন ৬৫ জন

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৪ আগস্ট ২০২৪  
লক্ষ্মীপুরে বন্যা: সাপের কামড়ের চিকিৎসা নিয়েছেন ৬৫ জন

লক্ষ্মীপুরে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৬৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অরুপ পাল এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি আহত কারো পরিচয় জানাতে পারেননি।

ডা. অরুপ পাল বলেন, ‘লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েক দিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে দুই জন রোগী সাপে কামড়ানোর চিকিৎসা নিয়েছেন। গত ৪৮ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ জন।’

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যা কবলিত এলাকার মাঠে এবং বাসা বাড়িতে কাজ করার সময় মানুষজন সাপের কামড়ে আহত হচ্ছেন। অতি বৃষ্টি ও বন্যার কারণে সাপ গর্ত থেকে বাইরে বেরিয়ে আসছে বলেও জানান তারা।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে। বিপন্ন অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ৫টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দি অবস্থায় রয়েছেন ৭ লাখ মানুষ। নিম্নাঞ্চলের এসব এলাকার সর্বত্রে পানি থৈ থৈ করছে। বাড়িতে পানি ঢুকে প্রবেশ করায় দুর্গত এলাকার মানুষরা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিচ্ছেন। অনেকের ঘরে খাবার নেই। খাবার ও বিশুদ্ধ পানি সঙ্কট দেখা দিয়েছে।

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়