ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে চাটমোহরের সংগীত শিল্পীরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২৫ আগস্ট ২০২৪  
গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে চাটমোহরের সংগীত শিল্পীরা

‘ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা’, আবার কখনো ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতায় ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন পাবনার চাটমোহরের সংগীত শিল্পীরা। 

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ‘শিল্পী গোষ্ঠী’র ব্যানারে পুরো শহরে ঘুরে তারা ২০ হাজার টাকা সংগ্রহ করেন। এই অর্থ দায়িত্বশীল কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন- চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগান্তরের চাটমোহর প্রতিনিধি পবিত্র তালুকদার, সমাজকর্মী আসাদুজ্জামান লেবু, খাইরুল ইসলাম, অন্তর মৃধা, সিদ্দিক মিলন, সুভাষ সরকার প্রমুখ।

আরটিভির বাংলার গায়েন চ্যাম্পিয়ন (প্রথম সিজন) রাসেল মৃধা বলেন, ‘বন্যায় বিভিন্ন জেলার মানুষ দুর্বিষহ ও মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন সারাদেশের মানুষ। আমরা সঙ্গীত শিল্পীরাই কেন পিছিয়ে থাকবো। তাই মানবিক মূল্যবোধের জায়গা থেকে এই আয়োজন।’

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়