ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

সাভার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, কয়েকটি কারখানা বন্ধ 

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:০২, ৫ সেপ্টেম্বর ২০২৪
সাভার শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, কয়েকটি কারখানা বন্ধ 

আজ বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন

কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে শ্রমিক বিক্ষোভের কারণে আজও কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। 

শ্রমিকদের বিক্ষোভের জেরে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ জানিয়েছে। তবে ছুটি হওয়া কারখানার সংখ্যা জানা যায়নি।

এদিকে, শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেলে কয়েকজন শিল্প পুলিশ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

অন্যদিকে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে দুই জনকে আটক করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সকালে বেশিরভাগ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করায় সেসব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। 

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও পোশাক কারখানার কার্যক্রম সচল রাখতে শিল্প পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরা চেষ্টা করছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: সাভার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, ৭০ পোশাক কারখানা বন্ধ

সাব্বির/ইভা  


সর্বশেষ

পাঠকপ্রিয়