ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

সৈকতে নারীকে হেনস্তার ঘটনায় মামলা, অভিযুক্ত আদালতে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
সৈকতে নারীকে হেনস্তার ঘটনায় মামলা, অভিযুক্ত আদালতে

মো. ফারুকুল ইসলাম

কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে উঠবস ও মারধর করার ঘটনায় মামলা হয়েছে। কক্সবাজার সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলাটি করেন। এতে মো. ফারুকুল ইসলাম ও নয়ন রুদ্রকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ৫-৬ জনকে। 

এদিকে, হেনস্থা করার ঘটনায় গ্রেপ্তার ফারুকুল ইসলামকে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তোলা হয়। এসময় পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। তবে, এ বিষয়ে কোনো শুনানি হয়নি। বিচারক আকতার জাবেদ আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ এ তথ্য জানান।

আরও পড়ুন: সৈকতে নারীকে হেনস্তার ঘটনায় মামলা 

আরো পড়ুন:

এর আগে, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন যুবক এক নারীকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা কস্কবাজার জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। ঘটনাটি গুরুত্ব ও স্পর্শকাতর বিবেচনায় পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম মূল অভিযুক্ত যুবককে শনাক্ত করে গতকাল শুক্রবার রাতে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাম ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়