সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, গুরুতর আহত স্বামী
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় শিউলি আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী শরিফুল ইসলাম। তাকে উদ্ধার করে কুমুদিনী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তারের বাড়ি চাঁদপুরে। তিনি ও তার স্বামী মির্জাপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, রাতে স্বামী-স্ত্রী কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে এলে অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিউলি মারা যান। এতে গুরুতর আহত হন তার স্বামী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাওছার/কেআই