ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

সড়কে ঝরল ছোট ভাইয়ের প্রাণ, আহত বড় ভাই 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১ অক্টোবর ২০২৪  
সড়কে ঝরল ছোট ভাইয়ের প্রাণ, আহত বড় ভাই 

আহত যুবককে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়

গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহত এক অপরের ভাই বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানায়, দুইজন হাত ধরে রাস্তা পার হচ্ছিলে। এ সময় ময়মনসিংহমুখী একটি দ্রুতগামী গাড়ি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় এক কিশোর। আহত হন সঙ্গে থাকা অপরজন। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার সময় আহত যুবক মারা যাওয়া ছেলেটিকে নিজের ছোট ভাই বলে পরিচয় দিয়েছিল।  

আরো পড়ুন:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার বর্মণ জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়