ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৮

পিরোজপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ০৮:৪৫, ১০ অক্টোবর ২০২৪
পিরোজপুরে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৮

পিরোজপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুই পরিবারের আটজন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। তাদের বাড়ি শেরপুর জেলার খোলআচার পাড়ায়। নিহত মোতালেবের এক আত্মীয় মোবাইল ফোনে তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ ছাড়া, অপর চারজন হলেন—শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তাদের দুই ছেলে আবদুল্লা (৩) ও  শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে। 

শুভ/ইভা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়