ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কেরানীগঞ্জ সংবাদাদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ১০ অক্টোবর ২০২৪  
কেরানীগঞ্জে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের বেলনা ইকো রিসোর্টের পাশ থেকে মো. রকি (২১) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে স্থানীয়রা ৯৯৯ কল দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রকি কলাতিয়া ইউনিয়নের নারায়নপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে ৯৯৯ কল করলে পুলিশ আসে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিলো দুর্বৃত্তরা। এসময় বাধা দেওয়ায় চালককে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে। 

কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম জানান, কলাতিয়ার শুটকিরটেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিপন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়