ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

টাঙ্গাইলে প্রতীমা বির্সজনের সময় ২ নৌকার সংঘর্ষ, কিশোর নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৩, ১৩ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:১৫, ১৪ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে প্রতীমা বির্সজনের সময় ২ নৌকার সংঘর্ষ, কিশোর নিহত 

টাঙ্গাইলের কালিহাতী‌ উপজেলার ঝিনাই নদীতে দুর্গা প্রতীমা বির্সজনের সময় দুই নৌকার সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকে‌লে উপ‌জেলার পুরাতন থানা ঘাট এলাকায় ঘটনাটি ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া কিশোরের নাম অপু পাল (১২)। সে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বিষ্ণু পালের ছেলে। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, আজ বিকেলে দুর্গা প্রতীমা ঝিনাই নদীর তীরে আনা হয় বিসর্জনের জন্য। এসময় নদীতে থাকা নৌকাগুলো তীরে জড়ো হতে শুরু করে। নৌকাগুলোতে প্রচুর মানুষ ছিলেন। এসময় দুই নৌকার মধ্যে সংঘর্ষ হয়। তখন এক কিশোর গুরুতর আহত হয়। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, বিকেল ৪টার দিকে স্পিড বেশি থাকার কারণে দুইটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক অপু পালকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়