ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ফেনীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১৩ অক্টোবর ২০২৪  
ফেনীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা 

ভক্তদের চার দিন আনন্দ-উচ্ছ্বাসে মাতিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে প্রত্যাবর্তন করলেন দেবী দুর্গা। রোববার (১৩ অক্টোবর) ফেনী শহরতলীর কালিপালে বিজয়া দশমী ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এবার জেলায় সর্বমোট ১৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। 

সনাতন ধর্মাবলম্বীদের মতে, এ বছর দেবী দোলায় এসে ঘোটকে করে কৈলাসে ফিরে গেছেন। দেবীর আগমন ও প্রত্যাগমন ঘিরে গত কয়েকদিন ভক্তদের উৎসাহ আর আনন্দের কমতি ছিল না। তবে বিদায়ের দিন ভক্তদের মনে ছিল বিষাদের সুর আর চোখ ছিল অশ্রুসিক্ত। তাদের বিশ্বাস প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবী দুর্গা। তার এ ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে উৎসব।

আজ বিজয়া দশমীর দিন সকাল হতে ফেনীর মণ্ডপে মণ্ডপে দেবীর মুখে পান পাতা আর সিঁদুর ছুঁইয়ে মিষ্টিমুখ করিয়ে শুরু হয় বিদায়ের আনুষ্ঠানিকতা। দুপুর ২টা হতে শহরের কালিপালের দশমী ঘাটে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর হতে ট্রাক ও পিকআপে করে শোভাযাত্রার মাধ্যমে দেবীকে বিদায় জানাতে দলে দলে জড়ো হন ভক্ত ও অনুসারীরা। উলুধ্বনি, শাঁখ আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে উঠে ফেনীর কালিপাল দশমি ঘাট। মঙ্গলধ্বনির সঙ্গে থেকে থেকে শোনা যায় হাজার মানুষের আহ্বান ‘আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো।’

আরো পড়ুন:

দুর্গা বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা দিতে নিয়োজিত ছিল র‌্যাব, পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, সেনাবাহিনীর ফেনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

ফেনীর গুরুচক্র মন্দিরের পুরহিত সুভাষ চক্রবর্তী বলেন, ‘এবার মা দোলায় করে এসেছিলেন। কৈলাসে ফিরে গেছেন ঘোটকে করে। দেশ ও জাতির জন্য মঙ্গলের জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, যাতে দেশ ভালো থাকে। ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমী, মহা নবমী শেষে আজকে বিজয়া দশমীর দিনে সকালে মায়ের বিদায় লগ্নের আগে পূজা করেছি। মন্ত্র পাঠের মাধ্যমে উলু দিয়ে, পুষ্পাঞ্জলী দিয়ে আমরা মাকে বিদায় জানিয়েছি।’

সনাতনী ভক্তরা জানান, ‘সব কষ্ট দূর করে দেবী দুর্গা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এক বছর পর মা আবার আসবেন। আমরা মায়ের কাছে দেশ ও জাতির মঙ্গলার্থে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের উন্নতি আর প্রগতিতে আমাদের জীবন ভরিয়ে দেন। পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে। বন্ধ হোক সকল দাঙ্গা, হাঙ্গামা। সেইসঙ্গে সকলের মঙ্গল কামনায় দেবী দুর্গার নিকট দোয়া কামনা করেন ভক্তরা।’

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) হীরা লাল চক্রবর্তী বলেন, আনন্দঘন পরিবেশে সকলের অংশগ্রহণে কোনো প্রকার বিশৃঙ্খলা ব্যতীত এবারের পূজা শেষ হয়েছে। এ সময় তিনি সুন্দরভাবে পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। ফেনীর শারদীয় দুর্গোৎসব ঝাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে মনে করেছিলেন, ফেনীতে সুন্দরভাবে পূজা উদযাপন হবে না৷ তবে আমরা প্রশাসনিকভাবে আশ্বাস দিয়েছিলাম, ফেনীতে কোনো সমস্যা হবে না। তার ধারাবাহিকতায় প্রশাসনিক, রাজনৈতিক ও ছাত্রদের সহযোগিতায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পূজা উদযাপিত হয়েছে।’

শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া ফেনীতে পূজা সম্পন্ন হয়েছে। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন, সেটি ধরে রাখতে হবে। এতদিনের যে কর্মযজ্ঞ ছিল, সেটি সফলভাবে শেষ হয়েছে। ফেনী আবার দেখিয়ে দিয়েছে, সফলভাবে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া পূজা কীভাবে শেষ করা যায়।

সাহাব/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়