ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বস্তা ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২১ অক্টোবর ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়ায় ৮০ বস্তা ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৮০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারামপুরে রাজমনি হোটেলের সামনে 
থেকে জিরাভর্তি কাভার্ডভ্যানসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, সুনামগঞ্জ জেলার আবু সিদ্দিক (২০), জামালপুর জেলার মো. বাহাদুর (২৯) ও রাজশাহী জেলার মো. সাগর (২৭)।

ব্রাহ্মণাবাড়িয়া জেলা পুলিশ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৩টার দিকে রাজমনি হোটেলের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৮০ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। পরে তাদের জিরার বিষয়ে জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে পারেনি। 

এতে আরও বলা হয়, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে জিরা আনা হয়েছে বিধায় তাদের কাছ থেকে ৮০ বস্তা জিরা (প্রতি বস্তায় ৩০ কেজি) ও জিরা বহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

রুবেল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়