ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

নোয়াখালীতে মা-মেয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ৩১ অক্টোবর ২০২৪  
নোয়াখালীতে মা-মেয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ ঘটনায় করা মামলায় ছয় আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।  

এর আগে বুধবার চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাজিব (৩০) ও একই ইউনিয়নের চরবালুয়া গ্রামের মো. নুর নবীর ছেলে মো. রাসেদ (৩৫)। এর আগে এ মামলায় মো. হারুন ও মো. হাসান নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার তালাকপ্রাপ্তা মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘরও নেই। গত ২১ অক্টোবর দিবাগত রাতে ছয়জন লোক তাদের বাড়িতে এসে জোর করে ঘরে ঢুকে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ গণধর্ষণ করে। যাওয়ার সময় ঘর থেকে তারা টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পরের দিন সকালে নির্যাতিতা ওই নারী ও তার মেয়ে স্থানীয় সমাজপতিদের ঘটনাটি জানালে তারা কালক্ষেপণ করতে থাকেন। সামাজিকভাবে বিচার না হওয়ায় ওই নারী ২৭ অক্টোবর বাদী হয়ে ছয়জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

সুজন/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়