ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ হাজারে বিক্রি হলো ১৪ কেজির পোয়া

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৬ নভেম্বর ২০২৪  
১০ হাজারে বিক্রি হলো ১৪ কেজির পোয়া

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিয়াস মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি সামুদ্রিক লম্বু পোয়া। বুধবার (৬ নভেম্বর) দুপুরে কুয়াকাটার মেয়র মাছ বাজারে মাছটি বিক্রির জন্য আনা হয়।

পরে আল-আমিন নামে এক ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি নিলামে কিনে নেন। এর আগে, মঙ্গলবার রাতে ওই জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইলিয়াস মাঝি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতেই পোয়া মাছটি ধরা পরে। এর আগে, এত বড় মাছ আমার জেলে ধরা পড়েনি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছটির নাম লম্বু পোয়া। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বছরে দুইবার মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে ইলিশের পাশাপাশি পাঙ্গাশ, পোয়া, কোড়ালসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়