ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

মা কারাবন্দি, বৃত্তিপ্রাপ্ত সন্তানের দায়িত্ব নিলেন ডিসি

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৬ নভেম্বর ২০২৪  
মা কারাবন্দি, বৃত্তিপ্রাপ্ত সন্তানের দায়িত্ব নিলেন ডিসি

কারাগারে বন্দি কনা বেগমে নামে এক নারীর মেয়ে মিথিলা ইসলাম সুমাইয়ার শিক্ষা ব্যয়ের দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া এই শিক্ষার্থীর হাতে বুধবার (৬ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে শিক্ষা ব্যয়ের এককালীন টাকা তুলে দেন তিনি।  একই সঙ্গে এই শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তার বেতনসহ অন্যান্য খরচ অর্ধেক করে দিয়েছেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শিক্ষার্থী সুমাইয়ার অর্থ সংকটের বিষয়টি জানতে পেরে তাকে সহায়তার এ উদ্যোগ নেন।

সুমাইয়া বরিশাল নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, ‌‌‘সুমাইয়ার মা কনা বেগম বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি। এ কারণে সুমাইয়া তার খালার বাড়িতে থেকে পড়ালেখা করছে। অর্থ সংকটের কারণে মেধাবী এই শিক্ষার্থীর পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছিল। তাই আমরা এই শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করেছি। পাশাপাশি অর্থ সংকট মোকাবিলায় সারাবছর তাকে পর্যবেক্ষণে রাখবে জেলা সমাজসেবা কার্যালয়।’

পলাশ/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়