ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

৩ উপজেলা বন্ধ রেখে বান্দরবান ভ্রমণের দুয়ার খুললো

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৬ নভেম্বর ২০২৪  
৩ উপজেলা বন্ধ রেখে বান্দরবান ভ্রমণের দুয়ার খুললো

এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বান্দরবানের পর্যটনের দুয়ার খুলেছে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকছে। 

আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটনকেন্দ্রসমূহ উন্মুক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিংয়ে ভ্রমণে বিরত থাকার বিষয়টি প্রত্যাহারের ঘোষণা দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, বান্দরবান সেনা রিজয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘আগামী ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে এ চারটি উপজেলার সাথে থানচি সড়কে নীলগিরি পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত থাকবে। অপর তিনটি উপজেলা- রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হলো।’

তিনি আরও বলেন, ‘আমরা কখনই চাই না পর্যটন শিল্প বন্ধ থাকুক। আমরা সবসময় চাই প্রত্যেকটা মানুষের নিরাপত্তা। একটা প্রাণ ঝরে যাক সরকার কখন চায় না। সেদিক বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে কিছুদিনের জন্য বান্দরবান জেলাসহ তিন পার্বত্য জেলা ভ্রমণে পর্যটকদের বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

এর আগে দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

চাইমং/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়