ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৮, ১১ নভেম্বর ২০২৪
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতন ভাতার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুই গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে বিক্ষোভ করেন ক্রোণী এবং দেয়ায় অবন্তী নামে দুই গামের্ন্টসের শ্রমিকরা।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নিতপ্রাপ্ত) শারমিন আক্তার।

আরো পড়ুন:

আন্দোলনে অংশ নেওয়া শেফালী বেগম নামে এক শ্রমিক বলেন, ‘বিনা নোটিশে বেতন পরিশোধ না করে গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় অবন্তী ও ক্রোণী গার্মেন্টসের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ করেছি।’

নারায়ণগঞ্জ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নিত) শারমিন আক্তার জানান, ক্রোণী ও অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না। দীর্ঘদিন ধরে এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। আজ শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল যায়। শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও আমাদের শিল্প পুলিশরে তিনজন সহকারী পুলিশ সুপার আলোচনা করছেন। আশা করি ২৪ ঘণ্টার মধ্যে একটা আশ্বাস আমরা পেয়ে যাবো মালিক পক্ষের কাছ থেকে।

তিনি আরো জানান, ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। আমাদের পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। শ্রমিক নেতাদের নিয়ে সবাই মিলে বিষয়টি সমাধানের জন্য আমরা শিল্প পুলিশ আলোচনা করছি।’

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়