ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনার হলুদ বরণ সড়ক নজর কেড়েছে সবার

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৭, ২৪ নভেম্বর ২০২৪
পাবনার হলুদ বরণ সড়ক নজর কেড়েছে সবার

হলুদ ছাতা ও প্ল্যাকার্ডে পাবনার সড়কে ছড়িয়ে পড়েছিলো হলুদ আভা।  ‘সচেতন জনতা নিরাপদ রাস্তা’ এই স্লোগানে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েলো ল্যাম্প'র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পাবনায়।

শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্ল্যাকার্ড ও হলুদ ছাতা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে দেশের ক্রান্তিকালে স্বেচ্ছায় ট্রাফিক নিয়ন্ত্রণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মাননা  স্মারক প্রদান করা হয়। শেষে ছিল পুরস্কার বিতরণ।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অফ অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালেক, বিআরটিএ'র মোটরযান পরিদর্শক এস এম ফরিদুর রহিম, পাবনা পুলিশ ট্রাফিক ইউনিটের ট্রাফিক ইনচার্জ আব্দুল বারী।

ইয়েলো ল্যাম্পের সভাপতি মো. শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন।

ইয়েলো ল্যাম্পের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম শোভন বলেন, 'সংগঠনটির মুল উদ্দেশ্য সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যাক্তিকে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও জনসচেতনতা তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধ করা।'

ঢাকা/শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়