ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৩, ২৬ নভেম্বর ২০২৪
ঝিনাইদহে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিজের দোকান থেকে মানিক (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে শৈলকুপার পৌর এলাকার ফাজিলপুরের নিজ দোকান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মানিক শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাব উদ্দীনের ছেলে।

নিহত মানিকের বড় ভাই মনিরুল ইসলাম বলেন, “সোমবার রাত ৮ টার দিকে ফাজিলপুরের মানিকের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় শাটার বন্ধ দেখে কাছে গেলে দেখি দোকানে তালা মারা নেই। তখন শাটার উচু করে দেখি মানিক মেঝেতে পড়ে আছে। এরপর উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সঠিক ভাবে বলা যাচ্ছে না, তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির বাসার বলেন, “নিহত মানিকের গলায় দাগ রয়েছে, তার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না। তবে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়।”

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, “মানিক নামের এক যুবকের মৃতদেহ তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। মানিকের কেন মৃত্যু হয়েছে তার কারণ উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।”

ঢাকা/শাহরিয়ার/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়