ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীনগরে থানার সামনে বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৯ নভেম্বর ২০২৪  
শ্রীনগরে থানার সামনে বিক্ষোভ

শ্রীপুর থানার সামনে শুক্রবার বিক্ষোভ করেন গাদিঘাট গ্রামের বাসিন্দারা

সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীপুর থানার সামনে বিক্ষোভ করেছেন গাদিঘাট গ্রামের বাসিন্দারা। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে, গ্রামবাসী বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। 

আরো পড়ুন:

আরো পড়ুন: মুন্সীগঞ্জের খালে মিললো প্রবাসীর মরদেহ

শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, “প্রায় ২০ মিনিটের মতো গ্রামবাসী থানা কম্পাউন্ডের ভেতর অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। ওসি আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী চলে যায়।”

তিনি আরো বলেন, “আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলা নিচ্ছি। আশা করছি, হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা সম্ভব হবে।”

প্রসঙ্গত: গত বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খালের পাড় থেকে প্রবাসী রমজান মুন্সীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি এই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। গত সোমবার (২৫ নভেম্বর) দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রমজান মুন্সী নিখোঁজ ছিলেন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়