ঢাকা     শুক্রবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে কুয়াশা ও শীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৯ ডিসেম্বর ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে কুয়াশা ও শীত

চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। একইসঙ্গে বেড়েছে কুয়াশা। সোমবার (৯ ডিসেম্বর) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল চারদিক। এ কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করেছে বিভিন্ন ধরনের যানবাহন। 

এদিকে, শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়েন নিম্নআয়ের মানুষ। দিনমজুর, রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদের জুবুথুবু হয়ে বসে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও আগুন জ্বালিয়ে জটলা বেঁধে অনেকেই শীত প্রতিহত করতে দেখা গেছে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর এলাকার ব্যাটারিচালিত অটোরিকশার চালক শোয়েব বলেন, “সকাল থেকেই কুয়াশার সঙ্গে শীত অনুভব হচ্ছে। ঘন কুয়াশায় আমাদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে না বের হওয়ায় সকালের দিকে যাত্রী খুব বেশি পায়নি। বেলা বাড়লেও মানুষ ঘর থেক খুব বেশি বের হননি।”

আরো পড়ুন:

আব্দুল আজিজ নামে একজন বলেন, “ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তারপর থেকেই শীত। সবাই শীতের কাপড় পরিধান শুরু করেছেন।” 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর শোয়াইব বলেন, “এবারের শীতে নিম্নআয়ের মানুষদের জন্য সরকারিভাবে কম্বল বরাদ্দ পাওয়া যায়নি। বেসরকারিভাবে পাওয়া কিছু কম্বল আছে। আগামীতে জেলা প্রশাসকের নির্দেশনায় সেগুলো বিতরণ করা হবে।” 

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়