বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, উগ্র মোদি বিরোধী: সারজিস
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে মতবিনিময় সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সারজিস ও অন্য অতিথিরা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, “বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, ভারতের জনগণ বিরোধী নয়, এ দেশের মানুষ উগ্র-সাম্প্রদায়িক মোদি বিরোধী।”
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে বিজয় দিবস ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “বিজয় দিবস, স্বাধীনতা, সংবিধান এগুলো কোনো দলের নয়, কোনো পরিবারের নয়। শেখ হাসিনার আমলে যারা তার মতাদর্শের বিরোধীতা করেছে তাদের খুন, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, শহীদ সাজ্জাদের বাবা মো. আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রেদওয়ান ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় ৩৬ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/সিথুন/মাসুদ