ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪০, ২২ ডিসেম্বর ২০২৪
কলাপাড়ায় বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় চার ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক আবু মুসার বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা জানান, কালোর মধ্যে হলুদ ডোরাকাটা একটি শঙ্খিনী সাপ কৃষকের জালে আটকা পড়ার খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য মাহমুদ হাসান বলেন, ‘‘শঙ্খিনী সাপের বৈজ্ঞানিক নাম ব্যাঙ্গারাস ফ্যাসিয়াটাস। সাপটি জালে পেঁচানোর কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটি বনে অবমুক্ত করা হয়।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়