ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাদের কোনো দিদি বাড়ি নেই: শফিকুর রহমান

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৮, ২৪ ডিসেম্বর ২০২৪
আমাদের কোনো দিদি বাড়ি নেই: শফিকুর রহমান

মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা কলেজ মাঠে আয়োজিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যোগ দেন

বিচার বিভাগকে আওয়ামী লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা উল্লেখ করে তিনি বলেন, “সাঈদী সাহেবকে উদ্দেশ্য করে এই কালা মানিক হুংকার দিয়েছিলেন। শেষমেষ নিজে ভারত পালাতে গিয়ে ধরা পড়লেন। আমাদের কোনো দিদি বাড়ি নেই, মামা বাড়িও নেই। আমাদের পালানোর প্রয়োজন নেই।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলা কলেজ মাঠে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা শাখা এই পথসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, “ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের আবেগকে উস্কানি দিয়ে দেশকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি গত ১৫ বছর বাংলাদেশের মালিক বনে গিয়েছিলেন, আর আমাদের বানিয়েছিলেন ভাড়াটিয়া।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী দিনে তরুণদের প্রাধান্য দেবে জামায়াতে ইসলামী।”

জামায়তের আমির বলেন, “আওয়ামী লীগ দেশ প্রেমিক নাগরিকদের সহ্য করতে পারে না বলেই আয়নাঘর বানিয়ে গুম-খুন শুরু করেছিল। তারা কোনো মানুষকে সম্মান দিতে শেখেনি। খালেদা জিয়ার মতো একজন প্রবীণ মানুষকেও তারা জেলে রেখেছিল।” 

তিনি বলেন, “শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়েছে। তার প্রত্যেক ফোটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমেছে বলেছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার (আবা সাঈদ) পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ যুবক-যুবতী। ১০ মাসের শিশু নিয়ে মাও এসেছিলেন রাস্তায়।”

মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকরী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম, দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ‍্যাপক গোলাম রব্বানী এবং সেক্রেটারি মাওলানা এনামুল হক। 

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়