ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৌযান ধর্মঘট : বন্ধ পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৪
নৌযান ধর্মঘট : বন্ধ পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম

জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টা থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। রাত থেকেই বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখেন শ্রমিকরা। 

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ কার্গো ট্রলার এবং বালগেট শ্রমিক ইউনিয়নের গলাচিপা শাখার সভাপতি মনির সরদার বলেন, “এম. ভি. আল-বাখেরা জাহাজে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারি ভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে সরকারের পক্ষ থেকে কোন কার্যক্রম পরিলক্ষিত না হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রাত ১২ টা থেকে পটুয়াখালীর মালবাহী, তৈল-গ্যাসবাহী, কয়লাবাহী ও বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌ যান চলাচল এবং পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে।”

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান বলেন, “পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ ও শ্রমিকের ধর্মঘটের কারণে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল ও আউটারে যে সকল মাদারভ্যাসেল এবং লাইটারেজ জাহাজ রয়েছে এসকল জাহাজের শ্রমিকরা তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। তাই গতকাল রাত থেকেই বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। আশা করছি, শ্রমিকদের সমস্যা সমাধান হলে বন্দরের পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।

ঢাকা/ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়