ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস আলম

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫৪, ১৬ জানুয়ারি ২০২৫
সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস আলম

কুড়িগ্রামে সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারসহ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর ফেলানী’ পদযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় কুড়িগ্রামের কলেজ মোড় বিজয়স্তম্ভ থেকে এ কর্মসূচি শুরু হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এ পদযাত্রার আয়োজন করে।

পদযাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘আর যদি আমার কোনো ভাই-বোনের লাশ সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকে, তাহলে কাঁটাতার লক্ষ্য করে আজকের ‘মার্চ ফর ফেলানী’র মতো লং মার্চ করা হবে।’’

তিনি বলেন, ‘‘কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী থেকে বলতে চাই, আমরা সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে হত্যা করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে।’’

এ সময় সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র-জনতা নতজানু পররাষ্ট্রনীতি মেনে নিবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হন; তাহলে তাদের পরিণতি খুনি হাসিনার মতো হবে।’’

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়