ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

চট্টগ্রামে বিক্ষোভ

‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:১৫, ২০ জানুয়ারি ২০২৫
‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’

সোমবার চট্টগ্রাম নগরীর জামাল খান সড়কে প্রেস ক্লাবের সামনে কোটাবিরোধী কর্মসূচিতে অংশ শিক্ষার্থীরা

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর জামাল খান সড়কে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা। 

‘যে কোটার জন্য ভাই মরল, সেই কোটা রাখল কে’, ‘অবিলম্বে সকল কোটা বাতিল কর, করতে হবে’ প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ওই এলাকা।

সোমবার সকাল ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে প্রেস ক্লাবের সামনে সমবেত হন কোটাবিরোধী ছাত্ররা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের পরে প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি জামাল খান সড়ক ও চেরাগী পাহাড় মোড় প্রদক্ষিণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাসেল বলেছেন, “কোটা থাকায় অনেক যোগ্য শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি। অবিলম্বে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষাসহ সব পরীক্ষায় কোটা বাতিল করতে হবে। যে কোটা নিরসনের জন্য আমাদের ভাই ওয়াসিম, শান্ত, আবু সাইদ, ফারুকরা প্রাণ দিয়েছেন, সেই কোটা থাকতে পারে না।”

ঢাকা/রেজাউল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়