পুকুরের পাশে মিলল নবজাতকের মরদেহ
রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
রাঙামাটির রাজস্থলীর একটি পুকুরের পাশ থেকে মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার আবদুল আওয়াল ভূইয়া মাস্টারের বাড়ির পুকুর পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আজ বিকেলে আওয়াল মাস্টারের বাড়ির একটি ছেলে পুকুরে পানি আনতে যায়। এসময় তিনি পুকুরের পাশে নবজাতকের মরদেহ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার (২৫ জানুয়ারি) রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবেন তারা। এ ঘটনায় রাজস্থলী থানায় ইউডি মামলা করা হবে।
ঢাকা/শংকর/মাসুদ