ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাজেকে গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৭ জানুয়ারি ২০২৫  
সাজেকে গাড়ি উল্টে ৬ পর্যটক আহত

ফাইল ফটো

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার সময় চাঁদের গাড়ি (জিপ) উল্টে ছয় পর্যটক আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাজেকের মাচালং নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নাটোর থেকে সাজেক বেড়াতে এসেছিলেন।

আরো পড়ুন:

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মহিমা বড়ুয়া বলেন, “আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তারা মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।”

আহতরা হলেন- আব্দুল হাই (৪০), মো. ইনতাজ আলী (৪০), মো. আশ্রাফ (৫০), মো. নুরুল ইসলাম (৬২), মো. রুবেল (৩০) ও আল আমিন (৩২)।

এলাকাবাসী জানান, নাটোর থেকে আসা ৪৫ জন পর্যটক তিনটি চাঁদের গাড়িতে (জিপ) সাজেকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতি থাকায় একটি গাড়ি মোড় ঘুরতে গিয়ে সড়কে উল্টে যায়। তাৎক্ষনিক সেনাবাহিনীর সহযোগিতায় আহদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়