ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব ইজতেমায় ৬৩ যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫
বিশ্ব ইজতেমায় ৬৩ যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত 

বিশ্ব ইজতেমার প্যান্ডেল থেকে শনিবার তোলা ছবি

বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর ৬৩টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। 

বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “আজ ৬৩টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি-এর নিয়ম অনুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এজন্য আগে থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।”

আয়োজকরা জানান, কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। এ সময় মঞ্চের আশপাশে উপস্থিত মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর ছিটিয়ে দেওয়া হয়। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়