খুলনায় নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

সাদিকা পারভীন পপি। ফাইল ফটো
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিনেত্রীর মেজো বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডিটি করেন। জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করছেন সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা।
সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার নিজস্ব জমিতে ভাড়া দেওয়া বাড়ির সামনে যান। বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন।
চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, “আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।”
পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, “আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চান।”
তিনি আরো বলেন, “স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা সঠিক বিচার চাই।”
জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ