ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

বান্দরবানে অনুপ্রবেশকালে ৩৩ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫  
বান্দরবানে অনুপ্রবেশকালে ৩৩ রোহিঙ্গা আটক

আটক ৩৩ রোহিঙ্গা

বান্দরবানে আলীকদম সীমান্ত হয়ে বাংলাদেশে আনুপ্রবেশকালে শিশুসহ ৩৩ মিয়ানমারের নাগরিককে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু। তারা সবই রোহিঙ্গা। 

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভত্তিতে আলীকদম উপজেলা সদরের আমতলী এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এসময় আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস তল্লাশি করে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩৩ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তারা।

আরো পড়ুন:

তারা আরো জানান, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করছে মিয়ানমারের নাগরিকরা। মোটা অর্থের বিনিময়ে তাদের এই অনুপ্রবেশে সহযোগিতা করছে সংঘবদ্ধ একটি দালাল চক্র। বাংলাদেশি দালাল চক্রের সহায়তায় জনপ্রতি ৮ হাজার টাকার বিনিময়ে প্রথমে পাহাড় ভাঙা পাড়া ও মাছকুম পাড়া হয়ে মেনলে পাড়া এলাকায় পৌঁছানো হয় তাদের। সেখান থেকে সিন্দু ও নিন্দু পাড়া হয়ে পোয়ামুহুরীতে পৌঁছে সবাইকে বাংলাদেশিদের মতো কাপড় পরিধান করানো হয়। পরে পোয়ামুহুরী হয়ে নাইক্ষ্যংছড়ি বাইশারী হয়ে কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয় এসব মিয়ানমারের নাগরিকদের।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, “আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়