ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাটোরে ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৫
নাটোরে ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার

নাটোরে বিলুপ্তপ্রায় একটি নীলগাই শনিবার দুপুরে উদ্ধার হয়েছে

নাটোর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে একটি ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারের পর নীলগাইটিকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। তাদের ধারণা, দলছুট হয়ে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। 

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে দয়ারামপুর এলাকায় নীলগাইটি দেখে পিছু নেয় নানা বয়সী মানুষ। দেখতে গরুর মতো ওই প্রাণীটিকে ধরার চেষ্টা করেন একদল যুবক। তাদের চেষ্টা ব্যর্থ করে এদিক-ওদিক ছুটতে থাকে প্রাণীটি। একপর্যায়ে শেখপাড়া এলাকার একটি স্থানে চারদিক ঘিরে নীলগাইটি আটক করতে সক্ষম হন তারা। খবর পেয়ে পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগ নীলগাইটি উদ্ধার করে।

বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল জানান, খবর পেয়ে তারা নীলগাইটিকে তাদের হেফাজতে নেন। পরে তারা প্রাণীটিকে প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন।

উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার বলেন, “এটি বিলুপ্তপ্রায় নীলগাই। সম্ভবত দলছুট হয়ে চলে এসেছে। নীলগাইটি দেখতে দিনব্যাপী ভিড় করছেন হাজারো উৎসুক জনতা।”

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “এই অঞ্চলে এবারই প্রথম নীলগাই উদ্ধার হলো।” প্রাণীটিকে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করায় এলাকাবাসী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাগাতিপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, “নীলগাইটিকে যথাযথ কর্তৃপক্ষর কাছে পাঠাতে যোগাযোগ করা হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়