ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে মশাল মিছিল

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে মশাল মিছিল

শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আওয়ামী লীগ নিষিদ্ধ ও সন্ত্রাসীদরে বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশাল নগরীতে মশাল মিছিল হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিলটি বের হয়। সেটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে গিয়ে শষে হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

আরো পড়ুন:

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী ও তাদের দোসররা এখনো সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে চলছে। পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। অবিলম্বে ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। 

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়